• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবৈধভাবে খাদ্য মজুদ রাখার দায়ে ২ মিল মালিককে জরিমানা

২৩ জানুয়ারী ২০২৪ রাত ০৯:২৬:৩৩

অবৈধভাবে খাদ্য মজুদ রাখার দায়ে ২ মিল মালিককে জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম উপস্থিত ছিলেন।

এসময় কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই রাইস মিল মালিক ইদ্রিসকে ১০ হাজার ও মেসার্স হাজী আমির আলী বয়েল অ্যান্ড রাইস মিল মালিক লংকেশ্বরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতী উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে খাদ্য মজুদের অপরাধে ২ মিল মালিককে বিভিন্ন হারে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩