• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৮:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৮:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভান্ডারিয়ায় ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:২৮:৩২

ভান্ডারিয়ায় ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় থানা গালর্স হাই স্কুল মাঠে ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা শুরু হয়েছে।  

১ মার্চ শুক্রবার সপ্তাহব্যাপী বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প শুরু হয়। বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে এ সেবা কার্যক্রমের সার্বিক পৃষ্টপোষকতা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। 

আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ” এর আয়োজনে  চক্ষু ক্যাম্পে ৫ হাজার রোগীর চিকিৎসা দেয়া হবে। প্রথম পর্যায়ে ৫শ রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচিত করা হবে। তাদের যাবতীয় ওষুধ ও চিকিৎসাকালীন থাকা-খাওয়ার খরচ বহন করবে সংস্থাটি।

আজ সকাল ৮টা থেকে ১৮টি বুথে ১৫ জন ডাক্তারসহ ১০০ জনের মেডিকেল টিম রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। ঢাকার আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর-চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করছেন।

এ সময় আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডাক্তার আহমেদ তাহের আল-মিম্বরির দিক নির্দেশনায় এ ক্যাম্প পরিচালনা করছেন মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ ও ডাক্তার সালমান আহম্মেদ তাহের।

“আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” গত ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষের চক্ষু সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত তারা অর্ধ কোটিরও বেশি মানুষকে সেবা প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোমো, সাইদুর রহমান, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, বরিশাল স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ড. শ্যামল কৃষ্ণ মন্ডল, মহাখালী হাসপাতাল এবং ক্লিনিকের ডিজি ড. আবু হোসেন মো. মইনুল হাসান, জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান প্রমূখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩