• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৫:০৫ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৫:০৫ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরের মাটি নৌকার ঘাঁটি: চিফ হুইপ

৮ জুলাই ২০২৩ দুপুর ১২:০৯:১৪

শিবচরের মাটি নৌকার ঘাঁটি: চিফ হুইপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিবচরের মাটি নৌকার ঘাটি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। ৭ জুলাই শুক্রবার সকালে শিবচর উপজেলার হাজীপুর-বাঁচামারা নদীর ওপর নির্মিত ‘দাদা ভাই’ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি করে না। তারা জনগণের রাজনীতিতে বিশ্বাসী। এ কারণেই বন্যা, করোনাসহ সকল দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। অন্য কোনো দল মহামারিসহ দুর্যোগে আপনাদের পাশে আসেনি।

তিনি আরও বলেন, বিরোধী দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। ষড়যন্ত্র করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, সেই চেষ্টা করে। আওয়ামী লীগ কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি করে না।

চিফ হুইপ বলেন, শিগগিরই শিবচরে রেল চালু হচ্ছে। এখান থেকে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ঢাকা যাওয়া-আসা করা যাবে। শিবচরে থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এ এলাকার মানুষ। আমাদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ঢাকায় গিয়ে ক্লাস করে আবার বাড়ি ফিরতে পারবে। এই রেল সংযোগ পায়রা বন্দর, মংলা বন্দর এবং এক সময় ভারতের সঙ্গেও যুক্ত হবে। এর ফলে এখান থেকেই আপনারা ভারতসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। চিকিৎসার জন্য, শিক্ষার জন্য যেতে পারবেন।

নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই দেশে উন্নয়ন কাজ সম্পাদন হচ্ছে। আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলে, আমরা দেশের উন্নয়নের চলমান কাজ অব্যহত রাখতে পারব। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও দেশের জনগণ আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সরকার সক্ষম হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাহাদুরপুরের পীর আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মাদারীপুর এলজিআরডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ আলী, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০