• ঢাকা
  • |
  • বুধবার ৭ই ফাল্গুন ১৪৩১ সকাল ১০:১১:৩৪ (19-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই ফাল্গুন ১৪৩১ সকাল ১০:১১:৩৪ (19-Feb-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

বাংলাদেশ-কাতার ১০ চুক্তি-সমঝোতা সই

২৩ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৫১:৪১

বাংলাদেশ-কাতার ১০ চুক্তি-সমঝোতা সই

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বৈতকর পরিহারসহ ১০ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ১০টায় রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে ৫টা চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলোর মধ্যে ছিলো, দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এছাড়াও প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে ছিলো, শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।

একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম। ২ দিনের সফরে কাতারের আমিরের সাথে বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি।

উল্লেখ্য, সোমবার ২২ এপ্রিল বিকেলে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিংগাইরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
১৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৪১:২৭






৩১ মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের
১৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:০৮:৩৯




PrevNext
February 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
232425262728