• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩১ রাত ০২:৫৮:৫৬ (04-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩১ রাত ০২:৫৮:৫৬ (04-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধবদীতে ব্যবসায়ীদের সাথে চেম্বার অব কমার্সের মতবিনিময়

১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪১:২৩

মাধবদীতে ব্যবসায়ীদের সাথে চেম্বার অব কমার্সের মতবিনিময়

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিদায়ী পরিচালনা পরিষদ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে বধুসাজ কমিউনিটি সেন্টার হল রুমে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল বাসেত ও আব্দুল জলিল।

এ সময় বক্তারা প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদীর ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে মাধবদীর যানজট নিরসন, সুতা সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা, মাধবদীতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, মাধবদী-শেখেরচরকে পাশ কাটিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে প্রধান অতিথি খাইরুল কবির খোকনের প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় নরসিংদী জেলা, উপজেলা বিএনপি, মাধবদী থানা, শহর বিএনপি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাকর্মীসহ কয়েক সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পরে কেক কেটে প্রধান অতিথি খাইরুল কবির খোকন এর জন্মদিন পালন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সখিপুরে টমেটো ছাড়াই তৈরি হচ্ছে হট টমেটো সস
৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪১:২৬

নরিংদীতে ছাত্রলীগের ১০ নেতা গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩১:৪৭



ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সমাবেশ
৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৬


লংগদুতে দিনে-দুপুরে ছিনতাই
৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫১