মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপনের বিরুদ্ধে ওই ইউনিয়নের নির্বাচিত ১০ জন সদস্য জেলা প্রশাসকের নিকট লিখিত অনাস্থা প্রস্তাব পাঠিয়েছেন।
১৮ আগস্ট রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ অনাস্থা প্রস্তাব পাঠান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।
চাঁন্দাশ ইউপির ১নং ওয়ার্ড সদস্য খাইরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য আবদুর রহমান মোল্লা, ৫নং ওয়ার্ড সদস্য হবিবর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য আবদুস সামাদ, ৭নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মীর্জা, ৯নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম ও সংরক্ষিত মহিলা সদস্য লক্ষ্মী রাণী, শারমিন সরকার এবং শাকিলা বেগম লিখিত এ অনাস্থা প্রস্তাবে উল্লেখ করেন যে, গত ঈদুল আজহা উপলক্ষ্যে দুস্থদের জন্য বরাদ্দ করা চাল সম্পূর্ণ বিতরণ না করে চেয়ারম্যান রিপন অসৎ উদ্দেশ্যে তার নিজ জিম্মায় পরিষদের একটি কক্ষে ১৪ বস্তা চাউল মজুদ করে রাখেন। গত ১৫ আগস্ট চাউলগুলো প্যানেল চেয়ারম্যান আজাহার আলী, ইউপি সদস্য মাহফুজুর রহমান ফিরোজ ও দফাদার আয়নাল হকের সহযোগিতায় চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অপর ইউপি সদস্যরা বাঁধা দিয়ে রুমটি তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ, সেনাবাহিনীর একটি দল ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে ১১ বস্তায় ৫৩০ কেজি চাউল জব্দ করেন।
অনাস্থা প্রস্তাবে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে আরো অভিযোগ করেন যে, তিনি সকল সদস্যদেরকে চাপ প্রয়োগ করে প্রতিবন্ধী ভাতা করিয়ে দেয়ার জন্য দেড় হাজারের অধিক বেশি মানুষের কাছ থেকে কমপক্ষে ২ হাজার করে টাকা করাসহ সকল ভাতাভোগীদেরকে কার্ড করে দেয়ার জন্য অনুরূপ অর্থ আদায় করেন। এ ছাড়াও ৪০ দিনের কর্মসূচি শ্রমিকদের দিয়ে চেয়ারম্যান তার নিজস্ব পুকুর কাটিয়ে নেন।
এগুলো ছাড়া আরও অনেক অনিয়মের বিষয় তদন্তের সময় প্রমাণসহ উপস্থাপন করবেন বলে তারা উল্লেখ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available