• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহপরীর দ্বীপ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার-নগদ অর্থ উদ্ধার, আটক ২

২১ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪৮:২১

শাহপরীর দ্বীপ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার-নগদ অর্থ উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মায়ানমার কিয়াটসহ ২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

২১ আগস্ট বুধবার দুপুরের কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট মধ্যরাতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ভোরে বাংলাদেশের জলসীমায় ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা হাই স্পিড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

বোটে তল্লাশি চালিয়ে ৫৪৯২.৫ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫ লক্ষ বাংলাদেশি টাকা ও ১ কোটি ৭৭ লক্ষ মায়ানমার কিয়াটসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩