• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৯:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৯:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ আটক ৫

৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:১০:২৯

কুমিল্লায় তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ আটক ৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে সাম্প্রতি ট্রান্সফারমারসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরির তিনশতাধিক ঘটনা ঘটেছে। ধারাবাহিক চুরির ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মো. মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মো. সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিণ দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু। এদের মধ্যে মনির, সোহেল ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

৪ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় নিজ কার্যালয়ে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত রাজেস বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সম্প্রতি বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির অন্তত ১৩টি অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে। এ সময় ট্রান্সফারমার চোর চক্রের ৫ জনকে আটক করে।

এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে তামার তার ১৬ কেজি, স্টিলের পাত ৫০ কেজি, ৪৪ কেজি ওজনের তামার কয়েল, লোহার তার সাড়ে ১৪ কেজি, ৫টি ঢাকনা, ট্রান্সফারমারের খোসা ১টি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩