• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে কোটি টাকার মোবাইল ফোনসহ দুই চোর আটক

২৫ অক্টোবর ২০২৪ সকাল ১০:৪০:৩৯

জয়পুরহাটে কোটি টাকার মোবাইল ফোনসহ দুই চোর আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সামসাং অপপো, ভিভো, রিয়ালমি, শাওমিসহ কয়েকটি কোম্পানির মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের মোবাইল শো-রুমে চুরির ঘটনায় মালামালসহ চোর চক্রের দুই সদস্য আটক।

২৪ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টার দিকে শহরের পাঁচুর মোড় মেইন সড়কের পাশে শোরুমের গেইটের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে।

আটকরা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার টমটম ব্রিজ এলাকার মোহাম্মদ লাব্বীর ছেলে কবির (৩৪) ও দেবীদার উপজেলার গাংগোনগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান,  বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে শহরের জিরো পয়েন্টে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের  জেলার সবচেয়ে বড় ডিলার মেসার্স মাহবুব ট্রেডার্সের শোরুমে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তাদের ব্যাগে বিভিন্ন কোম্পানির মূল্যবান মোবাইল ফোন চুরি করে পালনোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজ দেখতে পেয়ে চোরের পিছনে ধাওয়া করে একজনকে চুরির একটি ব্যাগসহ আটক করে। পরে আটক চোরের স্বীকারোক্তিতে পাঁচবিবি থেকে আরও একজনকে মোবাইল ফোনসহ আটক করা হয়। ৩টি ডেমোসহ ১৯৮টি মূল্যবান মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোবাইল কোম্পানির ডিলার মেসার্স মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তার মোবাইল ফোনে তার প্রতিষ্ঠান থেকে চোরেরা মোবাইল ফোন চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে। ততক্ষণে একজনকে এক ব্যাগ মোবাইল ফোনসহ আটক করে স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার স্বীকারোক্তিতে পাঁচবিবি থেকে আরও একজনকে মোবাইল ফোনসহ আটক করে থানায় নিয়ে আসে। তার দোকান থেকে সিসিটিভির মালামালসহ প্রায় কোটি টাকা মূল্যের মোবাইল ফোন চুরি হয়েছে। ঘটনার পর থেকে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, খোলার পর জানা যাবে সঠিক তথ্য।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক সোলাইমান আলী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পাই, শহরের পাঁচুর মোড় মাহবুবের দোকান থেকে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একব্যাগ ভর্তি মোবাইল ফোনসহ একজনকে আটক করি। পরে তার স্বীকারোক্তিতে জেলার পাঁচবিবি উপজেলা থেকে অটোরিকশা যোগে পালানোর সময় আরও একজনকে মোবাইল ভর্তি কয়েকটি ব্যাগসহ আটক করা হয়েছে। দুজনের কাছ থেকে ৩টি ডোমোসহ ১৯৮টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩