• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১২:৪৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১২:৪৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

৩ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:২৮:৪৫

শরীয়তপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

শরীয়তপুর প্রতিনিধি: একটি মোটরসাইকেল চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ৩অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বাহেরচর গনিমোল্লাকান্দি গ্রামের সুরুজ মোল্লার পুত্র সজিব মোল্যা (১৯), সখিপুর থানার চরকুমারিয়া মালেককান্দি গ্রামের সাজাহান ঢালীর পুত্র আকাশ ঢালী (২১), সখিপুর থানার চরকুমারিয়া গাজীপুর গ্রামের আজাহার মালের পুত্র মো. পাভেল মাল (২০), সখিপুর থানার চরকুমারিয়া গাজীপুর গ্রামের খবির উদ্দিন খোকন সরদারের পুত্র তাওহীদ সরদার (২০), শরীয়তপুর পালং মডেল থানা (সদর) স্বর্ণঘোষ ৮নং ওয়ার্ডের মালেক শেখের পুত্র আরিফ শেখ (২৭), জেলার জাজিরা উপজেলার কাজীর হাটের ডুবিসায়বর গ্রামের বাদশা কাজীর পুত্র আরিফ কাজী (২৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাসহ সখিপুর থানার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, অটোরিকশা চুরি করে এনে বিক্রি করে আসছিলো চক্রটি। চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা সজিব মোল্লার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন আইনে ৪টি মামলা রয়েছে। এ ছাড়া পাভেল, তাওহীদ ও আরিফের বিরুদ্ধেও মাদক ও চুরির মামলা রয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, গত কয়েক দিনে সখিপুর থানা পুলিশের একটি দল জেলার পালং, ভেদরগঞ্জ ও জাজিরা এলাকা থেকে মোটরসাইকেলসহ চোর চক্রের ৫জনকে আটক করে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ