খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতা আজও বিজয় উল্লাসে মেতে উঠেছে। পৌর শাপলা চত্বরে হাজার হাজার ছাএ জনতা মানুষের উপস্থিতিতে পুরো শহরকে মুখরিত করে তোলে।
৬ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে চারটায় পৌর শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ আমান হাসান ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
রিজিয়ন কমান্ডার বলেন, আপনারা যে বিজয় পেয়েছেন তা ধরে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখারও অনুরোধ জানান তিনি। কোন মানুষের বাড়ি ঘরে যাতে হামলা না হয় সে ব্যাপারে সচেতন থাকারও পরামর্শ দেন। বক্তব্য শেষে ছাত্ররা রিজিয়ন কমান্ডারকে মিষ্টি খাইয়ে বিজয় উল্লাস প্রকাশ করেন।
বিজয় উল্লাসে খাগড়াছড়ি সদর বিজিবি সেক্টর কমান্ডার ও খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার লেপটেনএন্টকর্নেল আবুল জুনায়েদ উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমাবেশে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি তাদের কার্যালয় হিসেবে ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available