• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০২:৪৩ (15-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০২:৪৩ (15-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

১৫ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৩৭:৫৩

রাঙ্গুনিয়ায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে গত ১৩ নভেম্বর বুধবার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে ওই স্কুলের চার শতাধিক শিক্ষার্থী ও মেয়ের অভিভাবকরা বিক্ষোভ মিছিল করেছেন।

ওই ছাত্রীর সহপাঠী, শিক্ষক ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে টিফিন ছুটিতে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় তারা অভিযুক্ত বখাটেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত সময়ের মধ্যে স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবি জানান।

সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য বলেন, এ ঘটনার পর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা শেষে উপজেলা প্রশাসনকে ঘটনাটি জানানো হয়েছে। অভিযুক্ত ওই বখাটের বিরুদ্ধে স্কুলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই বখাটে প্রায়ই নানাভাবে উত্যক্ত করতো বলে জানান মেয়ের মা।
ছাত্রীর  মা বলেন, রকি নামের এক বখাটে আমার মেয়েকে অপহরণ করেছে। রকি বিভিন্ন সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে ডিস্টার্ব করতো। বুধবার বাড়ি থেকে ভাত খেয়ে স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে তুলে নিয়ে যায় । আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এএস আই নুর উদ্দীন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বখাটে যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ হতে ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সেনাবাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ