• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৫৩:১৬ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৫৩:১৬ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুনামগঞ্জে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে ছাত্রদের উপর হামলা

৮ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৯:৫৮

সুনামগঞ্জে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে ছাত্রদের উপর হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি: চলতি মৌসুমে হাওরের বোরো ফসল রক্ষাবাঁধ নির্মাণ পিআইসির কমিটি গঠনে ঘুস দুর্নীতি অনিয়মের প্রতিবাদে মানববন্ধন শুরুর প্রাক্কালেই ছাত্র সমাজের উপর হামলার অভিযোগ উঠেছে।

৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের সুবিধাভোগীরা ওই হামলার ঘটনাটি ঘটিয়েছেন বলে মানববন্ধন আয়োজকরা অভিযোগ করেন।

প্রসঙ্গত, জেলার তাহিরপুরে চলতি মৌসুমে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের ৪৬টি প্রকল্প কমিটি (পিআইসি) গঠন শেষ হয়েছে ইতোমধ্যে। পরবর্তীতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দাফতরিক ফেসবুক আইডিতে প্রকল্প কমিটির তালিকা প্রকাশ করা হয়।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরের দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন জানান, চলতি বোরো মৌসুমে ফসলরক্ষা বাঁধ নির্মাণ, মেরামত, সংস্কার কাজে তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া, বর্ধিত গুরমা, আঙ্গারুলি হাওরে ৭৬টি প্রকল্পে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই সাথে কয়েকটি বাঁধের নির্মাণ কাজও চলমান রয়েছে বলেও জানান মনির হোসেন।

এদিকে মঙ্গলবার বেলা ১টার দিকে তাহিরপুর উপজেলা প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় সচেতন ছাত্র সমাজের ব্যানারে বোরো ফসল রক্ষা বাঁধের বরাদ্দের আড়ালে প্রকল্প কমিটি গঠনে নিরব ঘুস, দুর্নীতি অনিয়মের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শুরুর প্রাক্কালে উপজেলা প্রশাসন ও পাউবোর সুবিধাভোগীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। বাঁধা দিতে গেলে ফুয়াদ নামের একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। হামলার ঘটনার পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন সংক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাহিরপুরে বিএনপির কিছু সুবিধাভোগী নেতা পর্দার আড়ালে আগাম ঘুষ নিয়ে উপজেলা প্রশাসন, পাউবোর মাধ্যমে পতিত আওয়ামী লীগের পুরোনো সুবিধাভোগীদের দিয়েই অতীতের ন্যায় হাওরের বরাদ্দ লুটেপুটে নিতে পিআইসি গঠনের নামে ফাইল ওয়ার্ক করেছেন।

প্রকৃত কৃষকদের বাদ দিয়ে নীতিমালা না মেনে ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রকল্প কমিটি গঠন করায় আমরা প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। মানববন্ধন শুরুর করার প্রাক্কালেই আমাদের উপর হামলা চালিয়ে মারধর করে ব্যানার ছিনিয়ে নেয় উপজেলা প্রশাসন ও পাউবোর সুবিধাভোগীরা। এসময় ছাত্র সমাজের নেতারা তাহিরপুর উপজেলা প্রশাসনের (ইউএনও) উপর অভিযোগ আনেন।

মঙ্গলবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, শুনেছি ছাত্রদলের কিছু নেতাকর্মী মানববন্ধন করতে চেয়েছিলো, কিন্তু ক্যান্টিনে বসা বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। ব্যানার ছিনিয়ে নেয়া কিংবা হামলার ঘটনা আমার জানা নেই জানিয়ে ইউএনও বলেন ওই ঘটনার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮