বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চন্দ্রবাজ রশিদা বেগম শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রফিকুল ইসলাম বাড়িতে ছাদ বাগান করে সফলতা অর্জন করেছেন।
তিনি তার প্রতিষ্ঠানের পাশে বাস ভবনের ছাদে তৈরি করেছেন দৃষ্টিনন্দন এক পারিবারিক ছাদ বাগান। তিন বছর ধরে নিরলস পরিচর্যা করে বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার ছাদে ২১শ বর্গফুটের এই বাগানটি গড়ে তুলেছেন।
কীটনাশক মুক্ত ফল-সবজি তার ছাদ বাগান থেকে উৎপাদন হচ্ছে। তিনি নিজের উৎপাদিত ফল, সবজি ও ভেষজ গাছ রোপণ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও দেন।
বিষমুক্ত ফল-সবজি মানব দেহের জন্য খুবই উপকারী। তাই তিনি তার ছাদ বাগানে জৈব সার এবং প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করেন।
বর্তমানে তার ছাদ বাগানে দেশি-বিদেশি না প্রজাতির গাছ রয়েছে। তার ছাদ বাগানে ড্রাগন ফল, অ্যাভোকাডো, রাম্বুটান, ডুরিয়ান, ত্বিনফল, করমচা, মাল্টা, আঙুর ফল, পেয়ারা, জামরুল, সফেদা, চায়না কুল, চায়না লিচু, চেরি ফল, ব্ল্যাক ডায়মন্ড আম, গোপাল শাহী, কাটিমন ১২ মাসি, আমরুপালি আমসহ-৩০০ থেকে ৩৫০ জাতের ফল ও ঔষধি গাছ রয়েছে।
সবজির মধ্যে রয়েছে, পুঁইশাক, মুখিকচু, চায়না কচু, বরবটি, সিম, ঢেঁড়স, মূলা, বেগুন বিভিন্ন প্রকার, কাগজি লেবু, সিডলেস লেবু, বোম্বাই মরিচ, সিটি মরিচ, কালো মরিচ, অলংকার মরিচ ইত্যাদি। বিভিন্ন রঙের গোলাপ, নয়নতারা, টাইমফুল, রক্তজবা, সন্ধ্যামালতী, কলাবতিফুল, চন্দ্রমল্লিকা, গাঁদা, বকুল ফুলসহ নানা রকম বাহারি ফুলও রয়েছে। এছাড়া ঔষধি গাছের মধ্যে রয়েছে ঘৃতকুমারী, তুলসী, পাথরকুচি, নিশিন্দা, কালো মেঘ ইত্যাদি।
উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, কীটনাশক মুক্ত ফল-সবজি তার ছাদ বাগান থেকে উৎপাদন হচ্ছে। তিনি উৎপাদিত ফল, সবজি ও ওষুধি গাছে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে অবশিষ্টটুকু প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন। বিশমুক্ত ফল সবজি মানবদেহের জন্য খুবই উপকারী। তিনি তার গাছে জৈব সার এবং প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করেন। বর্তমানে তার ছাদ বাগানে দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available