মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ছিনতাইকালে ধারালো ছুরিসহ ২ ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
২ জানুয়ারি মঙ্গলবার রাত ১১টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ঢাকা-সিলেটর মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার বাঘাসুরা ইউপির শিবজয়নগর এলাকায় চান্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২১) এবং অপরজন একই এলাকার জহির মিয়ার ছেলে সুজন মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ ফাইনটেক্সের প্রডাকশন অফিসার আশরাফুল ইসলাম অফিসের কাজ শেষে কোয়াটারে যাওয়ার সময় পথরোধ করে ৩ ছিনতাইকারী। ধারালো ছুরি প্রদর্শন করে তার মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে নেয়। এসময় আশরাফুল চিৎকার দিলে ছিনতাইকারী তার গলায় ও হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আশপাশের মানুষ তার চিৎকার শুনে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে।
পরে থানায় খবর দিলে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা ২ ছিনতাইকারীকে পুলিশ হেফাজতে নেন। এসময় তাদের কাছে থেকে ১টি ধারালো ছুরি ও নগদ ১২শ’ টাকা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা জানান, আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে ৩ জানুয়ারি বুধবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available