সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর সেতুতে ২ ভাইকে ছুড়িকাঘাত করা হয়। এ ঘটনায় ২ সম্পৃক্ত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আটককৃত ২ ছিনতাইকারী হলো সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শাহ-আলম ও আজিবপুর বাগানবাড়ির আনিছের ভাড়াটিয়া মো. ইমরান হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা গোলাম মোস্তফা রাসেল।
প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার বলেন, ১১ জুলাই মঙ্গলবার ভোর ৪ টায় আরমান ইসলাম রোহান ও তার ভাই আরমান ইসলাম রিপন মিয়া চট্টগ্রাম থেকে এসে কাঁচপুর সেতুর মোড়ে নামেন। বাসস্ট্যান্ড এলাকায় এলে ৩ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের বাধা দিলে তারা ২ ভাইকে এলোপাথারীভাবে ছুড়িকাঘাত করে সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত অবস্থায় পুলিশের টহল টিম দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রোহান মিয়া মৃত্যুবরণ করেন এবং তার ভাই রিপন আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সুপার আরও বলেন, আমরা ছিনতাইকারী চক্রকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছি। পরে অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) তরিকুল ইসলাম ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম ও মো. ইব্রাহীম নামে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। অপর ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
২ ছিনতাইকারীকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available