• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূবাইলে গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে বেতনের টাকা ছিনতাই

১৯ মে ২০২৪ সকাল ১১:৫২:৩৬

পূবাইলে গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে বেতনের টাকা ছিনতাই

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে সাকিব (২৩) নামে এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

১৮ মে শনিবার রাতে পূবাইল থানায় এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাকিব।

সাকিব জানান, গত ১৬ মে বৃহস্পতিবার রাতে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও হালিম মার্কেটের পূর্ব পাশে মনসুর মোল্লার বাড়ির সামনে এই হামলার শিকার হন তিনি। পূবাইল এলাকার এপিএস নামক এক পোশাক তৈরির কারখানায় কাজ করেন সাকিব। রাতের কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। মিরের বাজারে সহকর্মী সাদিয়ার সাথে দেখা হয় তার। পরবর্তীতে সাদিয়াকে তার ভাড়া বাসা বসুগাঁও ক্লাবের দিকে এগিয়ে দিতে গেলে রাস্তায় বারেক মোল্লার ছেলে হাসান মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জন আমাকে সহ সাদিয়াকে আটক করে। পরে কৌশলে সাদিয়াকে সরিয়ে দিয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মেরে সাথে থাকা বেতনের ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে কাউকে কিছু বললে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা। এ সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহোযোগিতায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন সাকিব।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩