• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:৩৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অফিস আছে: নেই কর্মকর্তা-কর্মচারী, দরজায় ঝুলছে তালা

১ মার্চ ২০২৪ সকাল ০৮:৩৬:২৪

অফিস আছে: নেই কর্মকর্তা-কর্মচারী, দরজায় ঝুলছে তালা

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার পরিসংখ্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসের বেহাল অবস্থা। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সরে জমিনে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারী শূন্য এ দুই অফিস।

অফিস আছে, নেইমপ্লেড আছে, কিন্তু কর্মকর্তা-কর্মচারী নেই। দরজায় ঝুলানো তালা। এসময় সেবাগ্রহীতা এক ব্যক্তি বলেন, আমি অফিসে এসে দেখি অফিস বন্ধ। ফলে আমরা ভোগান্তিতে পড়েছি। সকাল থেকে কয়েকজন এসেছে, অফিস বন্ধ দেখে চলে গেছে। মাধ্যমিকে কাপ্তাই উপজেলা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে অফিস পরিচালনা করায় জনসাধারণের দুর্ভোগের সীমা নেই।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখতেছি।

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, এ উপজেলায় দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা, পরিসংখ্যান, মৎস্য, বিআরডিবি, ট্রেজারি, খাদ্য বিভাগ, আনসার ভিডিপি, সমবায়সহ আরো অনেক কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে সাধারণজনগণ।

তিনি বলেন, বিষয়টি চলতি সমন্বয় সভায় উপস্থাপন করা হয়ছে। যথা সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে।

এদিকে, উপজেলার সকল সরকারি দফতরে শূন্য পদ পূরণের দাবি জানান স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩