• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২৭:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২৭:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে সংখ্যালঘু তকমা দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

১৩ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৪২

রামপালে সংখ্যালঘু তকমা দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে কথিত সংখ্যালঘুর তকমা দিয়ে এক ব্যক্তির জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সেকেন্দার আলী প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার ফয়লাহাটের ৫৮নং সন্তোষপুর মৌজায় ০.৮ শতাংশ জমি ক্রয় করেন। যা সিএস ১৩২/১ এসএ ১৩২ ও বিআরএস ১৩ ও খণ্ড খতিয়ান ৬১০ এবং ৫৯২ দাগে জমি। ওই জমির রেকর্ডিং মালিক অভিলাষ হালদারের স্ত্রী শেফালীর কাছ ক্রয় করেন শ্যামল হালদার। তার থেকে ক্রয়সূত্রে মালিক হন ঝারবাড়ী গ্রামের মৃত শেখ হাসান রুমির ছেলে শেখ সেকেন্দার আলী। তিনি সার্ভেয়ার দ্বারা মাপজোক করে জমি বুঝিয়ে দেন। ওই জমিতে পূর্বে থেকে দোকানঘর বাধা ছিল।

রাজনৈতিকভাবে ওই জমি থেকে ভুক্তভোগী সেকেন্দারকে ১৬ আগস্ট ২০২১ তারিখ আওয়ামী লীগ সরকারের সময় কতিপয় নেতা প্রভাব খাটিয়ে উচ্ছেদের চেষ্টা করে। যা এখনও অব্যাহত আছে। আওয়ামী লীগের কতিপয় লোকজন এখনো তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে।

ভুক্তভোগী সেকেন্দার জানান, জমিটি মেইন রাস্তার পাশে হওয়ায় কিছু প্রভাবশালী ব্যক্তি জমিটি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজনকে ভুল বুঝিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বৈধভাবে জমি ক্রয় করে অপবাদ নিতে হচ্ছে। তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে মনোজিত বলেন, সেকেন্দারের দাবিকৃত জমি পিছনে। কিন্তু সে আমাদের ভোগদখলীয় জমিতে এসে দাবি করছে। রাস্তা সংলগ্ন হওয়ায় জোরপূর্বক দখল নিতে চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাসের সাথে কথা হলে তিনি জানান, উভয়পক্ষ লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে সমাধান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২