• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৩:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৩:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাধক আইয়ুব আলীর পরিবারের সংবাদ সম্মেলন

১৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:২৯

সাধক আইয়ুব আলীর পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে সাধক আইয়ুব আলীর ছেলে। ছবি: এশিয়ান টিভি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরে সাধক আইয়ুব আলীর মোল্লার মাজার ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রে ‘মিথ্যা’, ‘বানোয়াট’ খবর প্রচার এবং পোস্টার সাঁটিয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার, এলাকাবাসী ও ভক্তরা।

১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চিকন্দী ইউনিয়নের পশ্চিম আটপাড়া মাজারের সামনে এ সংবাদ সম্মেলন করেন তার ছেলে হারুন অর রশিদ ওরফে ইব্রাহিম মোল্লা।

সূত্র জানায়, স্থানীয় সাত্তার ফকিরের সাথে সাধক আইয়ুব আলী মোল্লার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে সাত্তার ফকিরের ইন্ধনে তাদের পরিবার এবং মাজার নিয়ে বেশ কিছু অনলাইন পোর্টাল ও নামসর্বস্ব পত্রিকায় মনগড়া খবর প্রচার করে। তাদের বিরুদ্ধে ‘ভণ্ড পীর’, ‘মুনাফিক’, ‘ধর্ম ব্যবসায়ী’ আখ্যা দিয়ে খবর প্রকাশ করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর লেখা সংবলিত পোস্টার বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধক আইয়ুব আলী মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা ও তার নাতি আমিনুর রহমান স্বপন উল্লেখ করেন, নামসর্বস্ব কয়েকটি গণমাধ্যমে আইয়ুব আলীকে ‘ভূমিদস্যু’, ‘ধর্ম ব্যবসায়ী’ হিসেবে বর্ণনা করে যেসব খবর প্রকাশ হয়েছে তার সবটাই ‘মিথ্যা’, ‘বানোয়াট’, ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় সাত্তার ফকিরের সঙ্গে আমাদের জমি নিয়ে একটি বিরোধ ছিল, তাকে কেন্দ্র করে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করেছে। এ ঘটনায় আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমাদের বিরুদ্ধে এ ধরনের ‘মিথ্যা’ প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন চিকন্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোবাহান খান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছোয়াব আলী সিকদার, সাবেক ইউপি সদস্য সাগর খান, মো. খলিল মাদবর, মো. আনাছ উদ্দিন মাদবর, মো. দেলোয়ার আকন, মো. কাওসার মোল্যা, মো. কাদের মাদবর, মো. মোজাম্মেল মাদবর, মো. লিয়াকত মাদবরসহ স্থানীয় অন্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩