• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩১ ভোর ০৫:৪২:৪৯ (10-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩১ ভোর ০৫:৪২:৪৯ (10-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আবারও জাতীয় অ্যাথলেটিকসের কোচ হচ্ছেন আব্দুল্লাহ হেল কাফি

২৮ জুন ২০২৪ বিকাল ০৪:৫০:৪৩

আবারও জাতীয় অ্যাথলেটিকসের কোচ হচ্ছেন আব্দুল্লাহ হেল কাফি

যবিপ্রবি প্রতিনিধি: দ্বিতীয় বারের মতো জাতীয় অ্যাথলেটিকস প্রশিক্ষণ ক্যাম্প-২০২৪ এ কোচ হিসেবে মনোনীত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি।

২৬ জুন বুধবার আব্দুল্লাহ হেল কাফির কোচিংয়ের জন্য বিএএফের চিঠির প্রেক্ষিতে অনুমোদন দিয়েছে যবিপ্রবি কর্তৃপক্ষ। এ ক্যাম্পে স্প্রিন্ট ইভেন্টের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত এ ক্যাম্পে তাকে কোচ হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন (বিএএফ)।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ হেল-কাফি বলেন, জাতীয় দলের জন্য কাজ করা মানে দেশের জন্য কাজ করা, আমি মনে করি এটা সবার জন্য সব সময় গর্বের। আমার উপর যেহেতু বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আস্থা রেখেছে, আমি আমার অ্যাথলেটিক্সের যে মেধা আছে তার পুরোটা দিয়ে দেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য কাজ করবো।

তিনি আরও বলেন,  আমার উপর আস্থা রেখে আমাকে জাতীয় দলের কোচ হিসেবে মনোনীত করার জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিলেকশন কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি ।

এছাড়া আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যবিপ্রবি পরিবারের অভিভাবক ভাইস চ্যান্সেলর স্যারকে। যিনি আমাকে জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন।

উল্লেখ্য, বাবার অনুপ্রেরণায় অ্যাথলেটিক্স জগতে প্রবেশ করা আবদুল্লাহ হেল কাফি ১৯৯৯ সালে দেশের দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। এরপর অ্যাথলেটিক্সের জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রায় ৩৬টি স্বর্ণপদক অর্জন করেন তিনি।

ভারত, জার্মানি ও হাঙ্গেরি থেকে কোচিং এর ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন কাফি। বিভিন্ন সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে কোচ হিসেবে কাজ করেছেন। পেশাগত জীবনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল-হাসান, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের প্রশিক্ষক হিসেবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতখানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৯ নভেম্বর ২০২৪ রাত ০৯:১৪:২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৯ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:৪৮








রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০৪:১৩