• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ০৯:২৮:০৭ (14-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ০৯:২৮:০৭ (14-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিপ্লব ও সংহতি দিবসে সৈয়দপুরে বিএনপির র‍্যালি ও সমাবেশ

৮ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫২:৩২

বিপ্লব ও সংহতি দিবসে সৈয়দপুরে বিএনপির র‍্যালি ও সমাবেশ

নীলফামারী প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সৈয়দপুরে বিএনপির একটি বিশাল র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর হাইস্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হয়ে, ওখান থেকে একটি বিশাল র‍্যালি শুরু হয়ে, শহিদ ডা. জিকরুল হক সড়কে জেলা বিএনপির কার্যালয় গিয়ে  র‍্যালিটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে বিএনপির জেলা ও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সহ সভাপতি অ্যাড. এস এম ওবায়দুল ইসলাম, একরামুল হক কাজী, জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এম এ পারভেজ লিটন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু), যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা বিএনপির অন্যতম সদস্য শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির, পৌর বিএনপির সভাপতি আলহাজ রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক মো. শেখ বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম (গুড্ডু), জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু, সাধারণ সম্পাদক সাজেদুজ্জামান দিনার, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব হামিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রিনু আফজাল, সাধারণ সম্পাদক রুপা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা আহ্বায়ক ময়নুল হক চৌধুরীসহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা ফ্যাসিবাদী সরকারের নির্মম দমন-পীড়নের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে দৃঢ় সংকল্পবদ্ধ।

বিপ্লব ও সংহতি দিবসে সৈয়দপুরে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষায় তাদের ঐক্য ও প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। যা দলের উদ্দীপনা ও গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকারকে শক্তিশালী করে তুলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৪:৫৬




সিলেটে শোরুমের এসি ও ফ্রিজ বিস্ফোরণ, আহত ৫
১৪ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৫৪:৩০