নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি করেছে রায়পুরা উপজেলা বিএনপি ও দলটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
১৬ নভেম্বর শনিবার দুপুরে নৌকা যোগে পান্থশালা ঘাটে এসে র্যালিতে যোগ দেয় চরাঞ্চলের ৬টি ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী। বাদ্যযন্ত্রসহ সমর্থিত নেতার ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে র্যালিতে অংশ নেয় সকল বয়সের নারী পুরুষরা।
পান্থশালা থেকে র্যালি নিয়ে রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় নেতারা। পরে মাঠ থেকে অন্যান্য ইউনিয়ন থেকে আগত মিছিলগুলো একসাথে করে বড় আকারে র্যালি নিয়ে রায়পুরা বাজার হয়ে অডিটরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি দমে যায়নি। বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ছাত্র আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালানোর কারণেই আজ আমরা কথা বলতে পারছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available