• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৩:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৩:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ডিমের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

৫ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৪:০৫

ফরিদপুরে ডিমের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি তদারকি করতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিনা করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার দুপুরে শহরের চকবাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, জেলায় ডিমের দাম হঠাৎ অস্থির হয়ে উঠে। খুচরা পর্যায়ে সরকারিভাবে ডিমের মূল্য ১১টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে সেটি ১৩-১৪ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ডিমের মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করা হয় । এসময় তারা শহরের চকবাজারের বিভিন্ন দোকানে ও একটি বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে।

ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ডিমের সরকারি মূল্য বাস্তবায়নে আমরা অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন ফরিদপুর চকবাজারে ১১ টাকা ৮৭ পয়সা বিক্রির ব্যবস্থা করে দিয়েছি। আমরা মূল্য তালিকা টানিয়ে দিয়েছি।

এসময় একতা টেডার্সের স্বত্তাধিকারী মো. জাহিদ বাজারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করছিল। তার কাছ থেকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করি। এছাড়াও গোপন তথ্যর ভিত্তিতে বাসা বাড়িতে ডিমের অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলামসহ জেলা আনসার ব্যাটিলিয়নের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩