• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৬:৪২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৬:৪২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় যুব দিবসে তুলসীগঙ্গা নদী পরিষ্কার অভিযান

১০ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৩৮:১১

নওগাঁয় যুব দিবসে তুলসীগঙ্গা নদী পরিষ্কার অভিযান

নওগাঁ প্রতিনিধি: এ বছর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের ৬৪ জেলার ৬৪টি খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। তুলসীগঙ্গা নদী থেকে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় শহরের রজাকপুর মহল্লায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। পরে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী পরিষ্কারের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

আয়োজকরা জানান- তুলসীগঙ্গা নদীর প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করা হবে। এতে বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ২৫০ জন অংশ নেয়।

৬টি দলে বিভক্ত হয়ে বিকেল ৫টা পর্যন্ত পরিষ্কার করেন তরা। নদী পরিষ্কারের ফলে পানিতে থাকা জলজপ্রাণিদের বসবাস করা অনেকটা সহজ হবে। নদীর স্বাভাবিক যে গতিপথ তা ফিরে পাবে বলে জানানো হয়।

হাতল, কাস্তে ও দা হাতে নিয়ে পরিষ্কারে অংশ নিয়ে স্বেচ্ছাসেবীসহ অন্যরা। এছাড়া চুলকানি প্রতিরোধে মেডিসিন হিসেবে সরিষার তেল ও কেরোসিন হাত-পায়ে মাখানো হয়েছে। নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস অংশ নিয়েছে।

নদী গবেষণা নিয়ে কাজ করেন এমএম রাসেল, তিনি বলেন- নদীকে বাঁচাতে হলে নদীর স্বাভাবিক গতি পথ বা প্রবাহ ঠিক রাখতে হবে। দখল ও দূষণ রোধ করতে হবে। নদীর গতিপথের মুখ বন্ধ রেখে বাঁচানো সম্ভব হয়। সকলে নদী বাঁচাতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

নওগাঁ তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, নদী আমার মা, নদী বাঁচলে দেশ বাঁচবে এবং দেশ বাঁচলে আমরা বাঁচবো। এই প্রত্যয়কে বুকে ধারণ করে বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে আমরা নদী পরিষ্কারে অংশ নিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ