• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের জেলা কার্যালয় উদ্বোধন

১৮ মার্চ ২০২৪ সকাল ১১:৫৫:১২

সৈয়দপুরে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের জেলা কার্যালয় উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের নীলফামারী জেলা কার্যালয় সৈয়দপুরে উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ১৭ মার্চ রোববার শহরের নতুন বাবু পাড়ায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়েজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। আয়োজনের মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতি কাতেবুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর্জা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, শিক্ষক রাজিব উদ্দিন বাবু, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, আমিরুজ্জামান ও এম আর আলম ঝন্টু।

সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব শেখ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। পরে তিনি বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয় সৈয়দপুরে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, এ গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে দেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩