• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৪:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৪:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়ায় জাতীয় শোক দিবস পালন

৩১ আগস্ট ২০২৩ দুপুর ১২:০৬:২০

কালিয়ায় জাতীয় শোক দিবস পালন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট বুধবার বিকেলে নড়াগাতী থানার কাচারি বাড়ী মাঠে ৬টি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মফিজুল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামান হোসেন জন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রসিদ রুপম, বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম, জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিলো, তাদের অনুসারীরা এখনও দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই আগস্ট মাসের শোককে শক্তিতে রুপান্তারিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সরকারকে আগামীতে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শাহাদতবরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ