রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালীর একাংশ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ড. হাছান মাহমুদ।
মোট ১০৩টি ভোটকেন্দ্রে তিনি নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান (মোমবাতি) পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।
এছাড়াও জাতীয় পার্টির মুছা আহমেদ রানা (লাঙ্গল) ২ হাজার ৩০৮ ভোট, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) ১ হাজার ৩৩১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আহমদ রেজা চেয়ার প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মোরশেদ আলম একতারা প্রতিকে পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট।
নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী ড. হাছান মাহমুদ ছাড়া বাকি ৫ প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available