• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শামীম মোল্লা হত্যা, সুষ্ঠু তদন্তের দাবিতে জাবিতে মানববন্ধন

২৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:২৫

শামীম মোল্লা হত্যা, সুষ্ঠু তদন্তের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ তদন্ত কমিটি ও প্রমাণ সাপেক্ষে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনিটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন অংশ নেন শিক্ষার্থীরা। এরপরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে প্রশাসনিক ভবনে গিয়ে ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্যের কাছে জমা দেন তারা।

তাদের অন্য দাবিগুলো হলো– নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনায় সরাসরি জড়িতদের মাত্রা-অনুযায়ী নিরপেক্ষভাবে শান্তি নিশ্চিত করতে হবে। লঘু পাপে কাউকে শুরু দণ্ড প্রদান হতে বিরত থাকতে হবে। শামীম মোল্লাকে প্রশাসনের কাছে হস্তান্তর পরবর্তী নিরাপত্তা অফিসের গাফিলতির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মারধর এবং পুলিশের কাছে হস্তান্তরের পর মৃত্যুর আগ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার গভীর তদন্ত নিশ্চিত করতে হবে। প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনের বিতর্কিত কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জুলাইয়ের গণহত্যার দায়ে অভিযুক্ত আসামি সুদীপ্ত শাহীন কর্তৃক এই মামলা রুজু করা সম্পূর্ণ অযাচিত এবং ভিত্তিহীন। বিতর্কিত ব্যক্তি কর্তৃক দায়ের করা এই বিতর্কিত মামলা অতিদ্রুত প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে নতুন মামলা দায়ের করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের উপর জুলাই এবং আগস্ট মাসে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের সঙ্গে জড়িত সকল শিক্ষক, কর্মচারী, এবং শিক্ষার্থীদের আজীবন বহিষ্কারসহ দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

মানববন্ধনে জাহিদুল ইসলাম বাপ্পী বলেন, ১৮ তারিখ শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় যারা জড়িত ছিলো তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে করা মামলায় সুষ্ঠু তদন্ত করা ছাড়াই করা হয়েছে বলে আমি মনে করি। আসামিদের তালিকা পরিবর্তন সেখানে স্পষ্ট ষড়যন্ত্রের অংশ। আসামিদের যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান করা সেটাই আমাদের চাওয়া৷

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা বলেন, শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় আটজনকে হত্যা মামলার আসামি করা হলেও কেবল মাহমুদুল হাসান রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা দেখছি তাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে চিহ্নিত অপরাধী হিসেবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। লঘু পাপে কেউ গুরু দণ্ড পাক তা আমরা চাই না। সুষ্ঠু তদন্তের আগেই কেনো তাকে গ্রেফতার করা হলো? নিরাপত্তা অফিসের তালা ভেঙে শামীম মোল্লাকে মারধরের সময় তার নিরাপত্তা কেনো দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা নিশ্চিত করতে ব্যর্থ হলো? এর জবাব প্রশাসনকে দিতে হবে।

মানববন্ধনে গ্রেফতার রায়হানের মা বলেন, রায়হান তার অপরাধের মাত্রা অনুযায়ী প্রাপ্য শাস্তিটুকুই যেন পায়। তাকে সামনে রেখে অন্য আসামিরা যেন পার না পেয়ে যায়। ঘটনাস্থলে থাকায় তাকে ফাঁসানো হয়েছে। রায়হান আমার পরিবারের একমাত্র অবলম্বন সকলের সহযোগিতায় আমি তাকে ফিরে পেতে চাই।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমাদের যথাসাধ্য ব্যবস্থা নিয়েছি। শামীম মোল্লা যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাই তার নিরাপত্তার বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের গাফিলতির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩