জাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনসার ক্যাম্প স্থাপনের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৬ অক্টোবর বুধবার ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাশে এ ক্যাম্প স্থাপনের কাজ শুরু করা হচ্ছে।
এর আগে গত শনিবার রাতে মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ছিনতাইয়ের কবলে পরে ছুরিকাঘাতে আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাসেল হোসেন। এসময় রাসেলের সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এই বিষয়ে মীর মোশাররফ হলের শিক্ষার্থী রিমন দত্ত বলেন, মীর মোশাররফ হল সংলগ্ন রাস্তায় প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিগত কয়েক বছর ধরেই ছিনতাইকারীরা ছিনতাই কার্যক্রম চালিয়ে গেলেও হলের শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। এই সুযোগ গ্রহণ করেই প্রতিনিয়ত এরকম ছিনতাই ঘটনা ঘটে আসছে। কিছুদিন আগেও হলের এক শিক্ষার্থীকে ছিনতাইকারীরা ছুরির আঘাতে আহত করেছে । প্রশাসন নিরাপত্তা জোরদার করতে আনসার ক্যাম্প বানাচ্ছে নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আশা করি এর মাধ্যমে এরকম অপ্রীতিকর ঘটনা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ষা পাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. কে. এম. রাশিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় মীর মশাররফ হোসেন হলের পাশেই আনসার ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে ঢাকা জেলা পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন। নিরাপত্তায় সাময়িক ভাবে আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। নির্মাণাধীন ক্যাম্পের কাজ শেষ হলে দ্রুত আনসার সদস্যদের নিয়োগ দেয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available