• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০১:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০১:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আওয়ামী লীগ দুষ্টু বাজার সিন্ডিকেট করেছিলো: জামায়াত আমির

১৬ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩০:৫০

আওয়ামী লীগ দুষ্টু বাজার সিন্ডিকেট করেছিলো: জামায়াত আমির

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ৩০ টাকা কেজি পেঁয়াজ ৩০০ টাকা কারা করেছিলো? দুষ্টু সিন্ডিকেট করেছিলো সাবেক বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে তাদের চেলা চামুন্ডারা এই সিন্ডিকেট গড়েছিলো। সিন্ডিকেট ভেঙ্গে তছনছ করে দিতে হবে।

১৬ অক্টোবর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকের পাড়ের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানরা বলছে ৫ আগস্ট আমরা স্বাধীন হয়েছি। কিন্তু এখনও বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। এখনও সেই সিন্ডিকেট জাতির ঘাড়ে বসে আছে। এই সিন্ডিকেটকে তছনছ করে দিতে হবে, না পারলে বাংলাদেশের মানুষ এদের হাতে আরও বেশি নির্যাতিত হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট দল ও তাদের দোসররা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেই টাকা বিদেশে পাচার করেছেন। কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে। সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ জাতির উপর তাণ্ডব চালিয়েছে। এমন কোন মানুষ নেই নির্যাতিত নিষ্পেষিত হয়নি।

আমিরে জামায়াত বলেন, এই দেশ অন্য কোন দেশের অধীনতা মেনে নেবে না। পৃথিবীর অন্য দশটি দেশ যেমন মাথা উঁচু করে দাঁড়ায়, বাংলাদেশও তার শীর উঁচু করে দাঁড়াবে। বিদেশে আমাদের বন্ধু থাকবে। কিন্তু কোন প্রভু আমরা মেনে নেব না।

জামাতসহ অনেক দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, মিথ্যা অপবাদ দিয়ে প্রহসনের বিচারের মাধ্যমে জামায়াতের নেতাদেরকে হত্যা করেছে। যারা হত্যাকারী তাদেরকে শাস্তি পেতেই হবে।

আওয়ামী লীগ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা যে কোনো সময় আঘাত করতে পারে। পতিত স্বৈরাচারের অন্তরে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। তারা আনসার লীগ, বিচারিক ক্যু করতে চেয়েছে। এখন তারা ইসলামিক চাদর গায়ে নতুন রূপে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশকে দুনিয়ার সামনে জঙ্গি চরমপন্থি দেশ হিসেবে পরিচয় করাতে চাচ্ছে । এদের থেকে সাবধান থাকতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩