দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষায় শিক্ষার্থীরা সেট কোড জালিয়াতি করায় ৮ শিক্ষক ও অসদুপায় অবলম্বন করায় ১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার আবি আব্দুল্লাহ কলেজ কেন্দ্রে দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষার শিক্ষার্থীরা নৈর্ব্যক্তিক উত্তরপত্রের (ওএম আর) সীটে সেট কোড জালিয়াতির অভিযোগে ৮ ও ৯ নং কক্ষে পরিদর্শকের দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
অন্যদিকে সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাজিব ও হাসিনা নিজাম লামছিপাতা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী সুবর্ণাকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণিত পরীক্ষায় নৈর্ব্যক্তিক উত্তরপত্রের (ওএম আর) সীটে সেট কোড পরিবর্তন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন, জয়নাল আবদীন আলীম মাদ্রসার শিক্ষক মানসুর আহমেদ, মেদুয়া বাইতুন নুর দাখিল মাদ্রাসার শিক্ষক নুরে আলম, আজিম বাড়ি হাওলা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুদল কুদ্দুস, শিক্ষক কাওসার, দক্ষিণ বড় দলী মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম, দৌলতখান মহিলা মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন, জয়নগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম, নলগরা দাখিল মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন, দক্ষিণ বড় আহমেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী তানজিল।
দৌলতখান আবি আব্দুল্লাহ কলেজ কেন্দ্র সচিব আব্দুস সামাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান বহিষ্কার এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বছর দৌলতখানে মোট পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ২শ’ আটাশ জন। এর মধ্যে এসএসসি ১৪৯৫ জন, দাখিল ৬৫২ ও ভোকেশনাল পরীক্ষার্থী ৬৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৭টি। এর মধ্যে এসএসসির ৫টা, দাখিল ১ টি ও ভোকেশনাল কেন্দ্র ১টি ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available