• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০১:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০১:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

৩ জুন ২০২৪ সকাল ১০:০১:২৮

ঈদের ছুটিকে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে লাগাচ্ছে জাহাঙ্গীরনগর

জাবি প্রতিনিধি: সারা দেশে যখন বিরাজ করছে তীব্র উষ্ণতা তখন জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে চলছে বনায়ন ও জলাশয় ধ্বংসের মহোৎসব। বিশ্ববিদ্যালয়টিতে গত ৩০ মে থেকে ২২ দিনের জন্য ঊদুল আয্হা ও গ্রীষ্মকালীন ছুটি চলমান রয়েছে। শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই ছুটিকে লাগানো হচ্ছে প্রাণ-প্রকৃতি ধ্বংসের কাজে। ২ জুন রোববার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত কাটা হয়েছে ৩ শতাধিক গাছ।

মাস্টারপ্ল্যানবিহীন গাছ কেটে কোনো ভবন নির্মাণ করতে না দেওয়ার আন্দোলনের মুখে বন্ধ থাকা চারুকলা ভবন ও নতুন কলা ভবনের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজে কাটা হয়েছে এসব গাছ। গাছ কাটা চলমান থাকায় আরও ৩ শতাধিক গাছ কাটা পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দুটি ভবনই নির্মাণ হতে যাচ্ছে বিশ্ববিবিদ্যালয়ের 'মেইন বার্ডস' লেকের পাড়ে। এতে দূষণসহ বিভিন্ন কারণে হুমকির মুখে পড়বে জলাশয়টি। এছাড়া জলায়শয়টি জাবিতে আগত পরিযায়ী পাখির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। গত ৬ মে বিশ্ববিদ্যালয় জলাশয় ব্যবস্থাপনা কমিটির সভায় লেকটিকে‌ মেইন বার্ডস লেক নামেই শনাক্ত করা হয়। ওই সভায় ৭.১৫ একর আয়তনের লেকটিকে সংস্কারের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ঐ স্থানে বহুতল ভবন নির্মাণ করা হলে, নির্মাণকালীন সময়ে উৎপন্ন শব্দ ও বিশৃঙ্খলায় লেকটি আর পরিযায়ী পাখির জন্য বাসাযোগ্য থাকবে না বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। জলাশয় ব্যবস্থাপনা কমিটির এ সিদ্ধান্ত গত ২৩ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত হয় বলেও জানা গেছে।

নির্বিচারে গাছ কেটে অপরিকল্পিত ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবন প্রয়োজন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণ চাই না। আমরা উন্নয়নের বিপক্ষে ন‌ই কিন্তু আমরা চাই উন্নয়ন হোক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি আলিফ মাহমুদ বলেন, ‘ছুটি হলেই বিশ্ববিদ্যালয়ের গাছ কাটার সংস্কৃতি বহু পুরোনো। এবারও এর ব্যতিক্রম হয়নি। শিক্ষার্থীরা হলে নেই, এই সুযোগে গাছ কাটার উৎসবে মেতেছে প্রশাসন। আজকে গাছ কাটার সময় চারুকলা বিভাগ নিজেদের বিভাগের শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। ভবন নির্মাণে আমাদের আপত্তি নেই, আমাদের একটাই দাবি মাস্টারপ্ল্যানের মাধ্যমে ভবন নির্মাণ করা হোক।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফল এলাহী বলেন, ‘এভাবে ছুটির মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগে ভবন নির্মাণ করা অত্যন্ত দৃষ্টিকটু। কলা ও মানবিক অনুষদে আমাদের চাওয়া ছিল ভবনটি বর্তমান ভবন সংলগ্ন স্থানে করার। এতে ভবন কিছুটা ছোট হলেও পরিবেশ ও প্রাণ প্রকৃতির তেমন ক্ষতি হতো না। কিন্তু তারা সেদিকে কর্ণপাত না করে লেকের পাশে যে স্থান নির্ধারণ করেছে তাতে তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের পথকে উন্মোচন করলো।’

এ বিষয়ে প্রকল্প পরিচালক ও চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক এম এম ময়েজ উদ্দিন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্ধারিত জায়গাতেই ভবন নির্মাণ করছি। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কিছুই আমরা করছি না। এছাড়া যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলো আমরা নিজেরাই রোপণ করে পরিচর্যা করব। সকল অংশীজনদের সুপারিশকে গ্রহণ করে এবং তাদের নিয়ে আমরা একটা টিম তৈরি করব, যাতে তারা আমাদের অগ্রগতিতে লক্ষ রাখতে পারেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩