জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা।
১৫ জুলাই সোমবার বিকেল সাড়ে ৬টায় কোটা সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করে জাবির সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনটি কেন্দ্রীয় গ্রস্থাগার থেকে ট্রান্সপোর্ট রোড হয়ে ছাত্রী হল ঘুরে কেন্দ্রীয় বটতলার দিকে অতিক্রম করলে আচমকা আন্দোলনকারীদের উপর হামলা করে বেধড়ক মারপিট শুরু হয়।
এরপর ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের পাল্টাধাওয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, হামলায় জাবি ছাত্রলীগ সাভারের গুন্ডা এবং কর্মীদের ভাড়া করে আন্দোলনকারীদের হামলার নির্দেশ দেয়। এ সময় আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের নেতৃত্ব দেয়।
হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর উপস্থিত না থাকলেও পরবর্তীতে প্রক্টর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এ সময় আক্রমণকারীদের ঢিলে এক শিক্ষকের মাথা ফেটে যায়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক রেজওয়ানুর রহমান বলেন, রাত সাড়ে আটটা পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে ছাত্রছাত্রীদের ১৩টি হলের সামনে দিয়ে বটতলা এলাকায় পৌঁছালে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামানের (সোহেল) নেতৃত্বে দেশি অস্ত্র নিয়ে হামলা করা হয়।
এ সময় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available