• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরে সর্ব রোগের চিকিৎসক এক জিনের রাণীর কারাদণ্ড

২৮ আগস্ট ২০২৩ সকাল ০৭:১৯:১৩

শরীয়তপুরে সর্ব রোগের চিকিৎসক এক জিনের রাণীর কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কথিত অলৌকিক ক্ষমতার অধিকারী সর্ব রোগের চিকিৎসক, জিন ও কালি সাধনের মাধ্যমে সকল সমস্যার সমাধান দিতে সক্ষম জিনের রাণী অঞ্জনা রাণী (৩৮) নামে এক নারী প্রতারককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৭ আগস্ট রোববার রাত সাড়ে ৮টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের কার্যালয়ে তাকে এ সাজা দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ওই নারী রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালীয়া গ্রামের নকুল কর্মকারের স্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার রামভদ্রপুর  ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে অসাধু পন্থা অবলম্বন করে জনসাধারণকে বোকা বানিয়ে সকল সমস্যা ও রোগের চিকিৎসক। জিন ও কালি সাধনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারেন জিনের রাণী অঞ্জনা রাণী কর্মকার ওরফে অঞ্জু। তার ভিজিট ২৬০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা। সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে অর্থ আদায় করায় তাকে সাজা দেয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩