মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
২ আগস্ট বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাছিম বিল্ল্যাহসহ চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ে ৩ জন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে ৪ জন, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে ২ জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৪ জন ও তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ১ জন।
এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, পড়ালেখার বিকল্প নেই, পড়ালেখা করতে হবে। পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সমাজ সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available