• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৪:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৪:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে বৈশাখী মেলার নামে জুয়ার আসর!

৬ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২২:৩১

কক্সবাজারে বৈশাখী মেলার নামে জুয়ার আসর!

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মইশকুম (চট্টগ্রাম-কক্সবাজার) মহা সড়কের পাশে কৃষি জমিতে বলি খেলা ও বৈশাখী মেলার নামে চলছে জুয়ার আসর। স্থানীয় সাবেক ইউপি সদস্য রুবেল ও কবির বলির নেতৃত্বে গত ৪ জুন থেকে বলি খেলা ও বৈশাখী মেলার নামে এ জুয়ার আসর চলছে।  

৫ জুন বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় ৪টি জুয়ার আসর বসানো হয়েছে। বলী খেলার অনুষ্ঠানে আনন্দঘণ পরিবেশ না থাকলেও বাহিরে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। সন্ধ্যা ৬টায় বলি খেলা শেষ হলেও রাতে পর্যন্ত চলছে জমজমাট জুয়ার আসর। ডাবু খেলা, পয়সা খেলা, চাক্কি খেলাসহ বসানো হয়েছে চারটি জুয়ার বোর্ড।

একটি সূত্রে জানায়, স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীরা মিলে মোটা অংকের টাকা ভাগবাটায়োরা করতে নানা অসংগতি ও অব্যবস্থাপনার মধ্যে দিয়ে বলি খেলার নামে বসিয়েছে বেশ কয়েকটি জুয়ার আসর। এ জুয়ার আসর পরিচালনার জন্য ৬ লাখ টাকায় নিলামে নিয়েছেন স্থানীয় তাজুল ইসলাম।

এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হয় তাজুল ইসলামকে। ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিদিন হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলায় মেতে উঠেছে জুয়াড়িরা। অনেকে জুয়া খেলে শূন্য হাতে ফিরে যাচ্ছে বাড়িতে। জুয়ার ও নেশার টাকা জোগাড় করতে এলাকার উঠতি বয়সের ছেলেরা চুরি, ডাকাতি, পকেটমারাসহ নানারকম অপকর্মের জড়িয়ে পড়ছে।

মেলায় জুয়া খেলার বিষয়ে জানতে আয়োজক কমিটির সাবেক ইউপি সদস্য রুবেলকে একাধিক বার ফোন করা হলেও রিসিভ না করে কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মেলায় জুয়ার আসর বসানোর খবর পেয়ে পুলিশ বন্ধ করে দিয়েছে। বলি খেলা ও বৈশাখী মেলার অনুমতি দেয়ার এখতিয়ার ওসির নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩