• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে কোনভাবেই বন্ধ হচ্ছে না জুয়ার আসর

১০ জুন ২০২৪ সকাল ১০:৫৬:৪২

রামুতে কোনভাবেই বন্ধ হচ্ছে না জুয়ার আসর

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে বলী খেলার নামে চলমান জুয়ার আসর বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে বলী খেলার নামে জুয়ার আসরের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরও জুয়া খেলা বন্ধ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

৯ জুন রোববার বিকেলে চাকমারকুলের কোনারপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় ইউপি সদস্য মো. জামালের নেতৃত্বে হোছাইন কোম্পানির ইট ভাটার পাশে কৃষি জমিতে বলী খেলার নামে চলছে রমরমা জুয়ার আসর। একপাশে চলছে নামমাত্র বলী খেলা। আর একপাশে হৈ হুল্লোড় করে অনেকটা উৎসবের আবহে চলছে জমজমাট জুয়ার আসর। সন্ধ্যা ৬টায় বলী খেলা শেষ হলেও রাত ৮টা পর্যন্ত চলছে জমজমাট জুয়ার আসর। ছয় গুটি, ডাব্বু খেলা, পয়সা খেলা, চাক্কি খেলাসহ সেখানে ৮টি স্টলে চলছিলো জমজমাট জুয়ার আসর। এসব আসরে জুয়া খেলতে দেখা যায় শিশু, কিশোর, বৃদ্ধসহ সব বয়সের মানুষকে।

স্থানীয়রা জানান, স্থানীয় কৃষক ও যুব সমাজ ওই জুয়ার আসরে ভিড় করে। অনেকেই লোভের ফাঁদে পড়ে জুয়ার বোর্ডে টাকা ফেলে নিঃস্ব হন। এ জুয়ার কারণে রামুর যুবসমাজ বিপদগামী ও নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে।

সচেতন মহলের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল বলী খেলার নাম দিয়ে জুয়ার আসর বসিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয় পুলিশ প্রশাসন লোক দেখানো অভিযান চালালেও তারা যাওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু হয়ে যায় জুয়ার আসর।

বলী খেলার আয়োজক কমিটির প্রধান ইউপি সদস্য মো. জামাল জানান, জেলা প্রশাসকের কাছ থেকে বলী খেলার অনুমোদন নিয়েছেন। একই সাথে জুয়া খেলা চালানোর কথাও নির্দ্বিধায় স্বীকার করেন তিনি।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বলী খেলায় জুয়ার আসর বসানোর খবর পেয়ে তাৎক্ষণিক আয়োজক কমিটিকে ডেকে জুয়া বন্ধের জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩