স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়ন পরিষদে পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান ও ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহমেদ।
পরে তিনি ইউনিয়নের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি সরকার প্রদত্ত বিভিন্ন বরাদ্দের তথ্য দেখেন।
এ সময় ১৬ নং ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহমেদ জেলা প্রশাসককে ইউনিয়নের ডিজিটালাইজড সফটওয়্যারে ইউনিয়ন পরিষদের টেলিভিশনের মনিটরে দেখান, যার মধ্যে ইউনিয়নের সমস্ত নাগরিকের বিস্তারিত তথ্য রয়েছে। রয়েছে বাৎসরিক হিসাব, আয়-ব্যয় সহ অসহায় হতদরিদ্র, প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং নিত্যদিনের প্রতিটি নাগরিক সেবা প্রদানের তথ্যের বিবরণ। ইউনিয়নে নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য পুরো ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো রয়েছে সিসি ক্যামেরা। যার মাধ্যমে ২৪ ঘন্টা মনিটরিংসহ সেবা প্রদানের তথ্য।
পরে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে দেখেন এবং উপস্থিত চেয়ারম্যান, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। পাশাপাশি ইউনিয়ন পরিষদের তথ্য সেবার অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এসময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের ম্যান্ডেড বাস্তবায়নের কাজ করে যাচ্ছি আমরা। খুব দ্রুত সময়ের মধ্যে এ জেলাকে একটা সঠিক জায়গায় পৌঁছে নেওয়ার লক্ষ্যে আমি সকলের সহযোগিতা চাই।
এসময় স্থানীয়ভাবে তৈরি করা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সফটওয়্যারের প্রশংসা করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের জরাজীর্ণ ননীক্ষীর ইউনিয়ন পরিষদ ভবনটি অপসারণ করে সেখানে নতুন করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার মো. সেবগাতুল্যাহ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার সাহা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available