• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০০:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০০:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বঙ্গোপসাগরে ৫ দিন ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার

২৪ মার্চ ২০২৪ সকাল ১০:৫৪:৫৩

বঙ্গোপসাগরে ৫ দিন ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকার ৫ দিন পর ১২ জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড।

২৩ মার্চ শনিবার সন্ধ্যায় বিপদগ্রস্ত হয়ে পড়া জেলেরা ৯৯৯ এ ফোন দিলে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে এফ. বি. হানিফ মুন্সী নামক একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে যায়। এরপর ১৯ মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। বিকল ওই ট্রলারের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান।

পরবর্তীতে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা ও কচিখালী স্টেশনের সদস্যরা সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ওই ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেন।

কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩