• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টুংটাং শব্দে মুখরিত সীতাকুণ্ডের কুমিরা জেলে পল্লি

১৭ জুলাই ২০২৪ সকাল ০৯:১২:৫৪

টুংটাং শব্দে মুখরিত সীতাকুণ্ডের কুমিরা জেলে পল্লি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষের পথে। আর মাত্র কয়েকদিন পরই সমুদ্রে নামবেন তারা। তাই সীতাকুণ্ড উপজেলা সৈয়দপুর থেকে সলিমপুর কুমিরা বাঁশবাড়িয়া ও সোনাইছড়ি জেলে পল্লিগুলোতে চলছে ট্রলার মেরামতের কাজ। সাগরে নামার প্রস্তুতিতে জাল ও ট্রলার গোছগাছ করছেন জেলেরা।

নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র কয়দিন বাকি। তাই সমুদ্রে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন উপকূলের জেলেরা। কেউ নতুন জাল বুনছেন আবার কেউ পুরনো জাল সেলাই করছেন। কেউবা আবার ট্রলার মেরামতসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন। দীর্ঘদিন কর্মহীন থাকার পরে এবার সমুদ্রের মাছ শিকারের প্রস্তুতিতে মরিয়া সাগর উপকূলের জেলেরা।

জেলে নতুন দাস জানান, টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে কর্মহীন দিনগুলো তাদের কেটেছে খেয়ে না খেয়ে। সংসারের ব্যয়ভার বহন করতে অনেককেই বইতে হয়েছে ঋণের বোঝা। সংসারের ব্যয় এবং ছেলে-মেয়েদের লেখাপড়া খরচ চালাতে অনেক কষ্ট হচ্ছে। নিষেধাজ্ঞা উঠলে মাছ ধরে শোধ করতে চান কিস্তির ঋণ।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার মো. কামাল উদ্দীন চৌধুরী জানান, ২০ মে থেকে ২৩ জুলাই জেলে পল্লিতে সচেতনতা সভা ও সাগরে মাছ ধরার নিষিদ্ধ ঘোষণা করেন মাইকিং রিপরাইডসহ কর্মসূচি করেন উপজেলা প্রশাসন। বাংলাদেশ কোচঘাট নৌ পুলিশ মৎস্য থানাপুলিশসহ তিনটি টিম গঠন করেছি। কেউ যদি নিষেধাজ্ঞা  অমান্য করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ৫০টি অভিযান পরিচালনা করেছি, ৬৫৫ কেজি মাছ জব্দ করা হয়েছে, পাশাপাশি তিন লক্ষ মিটার জাল জালিয়ে দিয়েছি। মৎস্য অধিদপ্তর থেকে জেলেদের ৬৫ দিন বন্ধের জন্য দুই ধাপে ৮৬ কেজি চাউল দেওয়া হয়েছে। সীতাকুণ্ড উপজেলায় সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৫৪৪০ জন বলে জানান তিনি। নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৩ জুলাই মধ্যরাতে। এরপর থেকেই জেলেরা নামবেন সমুদ্রে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩