• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩০:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩০:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২১:০২

মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায়, মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় ২ হাজার মিটার জাল ও ২ টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। ৩০ অক্টোবর সোমবার অভিযান পরিচালনা করে এ জেলেদের গ্রেফতার করা হয়। পরে একই দিন বেলা ২ টায় গ্রেফতারদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ। গ্রেফতারহওয়া জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে ২ টি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, নৌ-পুলিশ আটক জেলেদেরকে দুপুর সাড়ে ১২ টার দিকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের কর হয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩