• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অন্তর্বর্তী সরকার দুর্নীতির ঊর্ধ্বে থাকবে: জ্বালানি উপদেষ্টা

১২ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১৬:৪৩

অন্তর্বর্তী সরকার দুর্নীতির ঊর্ধ্বে থাকবে: জ্বালানি উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে লুটপাট হয়েছে, দেশ থেকে অনেক টাকা পাচার গেয়ে গেছে; এটা আপনারা সবাই জানেন। অন্তর্বর্তী সরকারে থেকে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব। আমাদের অনুসরণ করে আমাদের সচিবরা দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন।

১২ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কূপ) খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের ৪ হাজার এমসি গ্যাস দরকার। সেখানে আমরা ৩ হাজার এমসি গ্যাস পাচ্ছি। প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার ব্যয় হয়।

খনন কাজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ নাথ, বাপেক্স পরিচালক ফিন্স আল হেলাল, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো.আবদুল্লাহ আল ফারুক, সড়ক ও পরিবহন বিভাগের নির্বাহী প্রকৌশলী সোম্য তালুকদার, চৌমুহনী বিদ্যুৎ প্রকৌশলী, সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়াসহ বাংলাদেশে পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশসন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় স্থানীয় চেয়ারম্যান জালাল আহমদ, ইন্জিনিয়ার সেলিম, আবদুর রহিম বিএসসির নেতৃত্বে কয়েকজন এলাকাবাসী স্থানীয়ভাবে বাসা-বাড়িতে গ্যাস সংযোগে জ্বালানি গ্যাস সরবরাহের দাবি জানিয়ে জ্বালানি উপদেষ্টা কাছে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনো দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস কোন কুপে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করতো। এখন আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে থাকেন। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমদানি করে থাকে, তাদের সাথে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩