• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৩৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৩৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে চলছে অবৈধ জ্বালানি তেলের ব্যবসা, সরকারকে লক্ষ লক্ষ টাকার কর ফাঁকি

৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:২৮:৫২

রাজস্থলীতে চলছে অবৈধ জ্বালানি তেলের ব্যবসা, সরকারকে লক্ষ লক্ষ টাকার কর ফাঁকি

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের বাস স্টেশনে প্রশাসনের নাকের ডগায় অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা গচ্ছা যাচ্ছে।

বিস্ফোরক অধিদফতর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই খোলা বাজারে এভাবে দাহ্যপদার্থ বিক্রির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা যায়, রাজস্থলী বাস স্টেশন থানা মার্কেটে একটি দোকান খুলে এসব জ্বালানি তেল বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ছাড়া অন্য কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। দোকানে নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো পরিবেশ অধিদফতর কর্তৃক নবায়নকৃত লাইসেন্স। এক্ষেত্রে প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই বলে দাবি করছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, অবৈধ জ্বালানি তেল বিক্রেতাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, যাদের বৈধ কাগজপত্র নেই তারা কোনোভাবেই এসব জ্বালানি তেলের দোকান চালাতে পারে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযান পরিচালনা করা হবে। সরকারকে ফাঁকি দিয়ে অবৈধভাবে তেল বিক্রি করে সরকারে ক্ষতিসাধন করছে কতিপয় ব্যবসায়ী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০