• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১৩:২৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১৩:২৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

মুক্তি পেয়েছে জয়া আহসানের প্রথম বলিউড সিনেমা কড়ক সিং

৮ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২৩:৩৫

বিনোদন ডেস্ক: দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসানের প্রথম বলিউড সিনেমা কড়ক সিং মুক্তি পেয়েছে। এতে নয়না চরিত্রে অভিনয় করেছেন জয়া। শুক্রবার থেকে সিনেমাটি দেখা যাবে ভারতীয় ওটিটি প্লাটফর্ম জিফাইভে।

ফেইসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে জয়া নিজেই লিখেছেন, শুক্রবার (৮ ডিসেম্বর) জিফাইভে মুক্তি পাচ্ছে আমার অভিনিত প্রথম বলিউড সিনেমা কড়ক সিং। সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন ভার্সেটাইল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরো আছেন অভিনেত্রী সঞ্জনা সাংভিরা, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ বলিউডের একঝাক তারকা।

সিনেমা প্রধান চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। গল্পে দেখানো হয়েছে ত্রিপাঠী একজন অ্যামনেশিয়ায় আক্রান্ত দুর্নীতি বিভাগের কর্মকর্তা। হঠাৎ করে সে হাজির হয় হাসপাতালে। এরপর ঘটতে থাকে বিভিন্ন দুর্ঘটনা।

পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে চিত্রনাট্য এগুলেও জয়ার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্মাতা অনিরুদ্ধ। মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে হয়েছে সিনেমাটির শুটিং।

ঢাকা-কলকাতা সমান ব্যস্ত জয়ার কড়ক সিংয়ের প্রিমিয়ার হয়েছে গোয়ার ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। সেখানে জয়ার কড়ক সিং ছাড়াও প্রদর্শিত হয়েছে আরো ৩ টি চলচ্চিত্র। এগুলো হচ্চে ফেরেশতা, পুতুলনাচের ইতিকথা এবং অর্ধাঙ্গিনী।  


কড়ক সিংয়ের প্রিমিয়ারে গোয়াতে দেয়া এক বিবৃতিতে জয়া বলেছেন, এটি আমার ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমা। কাজ করতে পেরে  আমি রোমাঞ্চিত। সামনে আরে কাজ করতে চাই। অন্যদিকে অনিরুদ্ধ বলেছেন, জয়াকে নিয়ে তিনি নতুন আমরা নতুন সিনেমার কথা ভাবছি।

গত এক দশকে কলকাতায় সিনেমায় অভিনয় করে দারুণ সুনাম কুড়িয়েছেন জয়া। অভিনয় করেছেন; আবর্ত, বিজয়া, কণ্ঠ, রবিবার, বিনিসুতোয়, ঝরা পালক, অর্ধাঙ্গিনী, এক যে ছিল রাজাসহ একাধিক দর্শকপ্রিয় সিনেমায়। সে তুলনায় বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত জয়ার সিনেমার সংখ্যা অনেক কম।

অক্টোবরের দুর্গাপূজায় জয়াকে দেখা গেছে সৃজিত মুখার্জির দশম অবতার চলচ্চিত্রে। এ ছবিতে তিন একজন মনোবিদের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ