• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৯:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৯:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাজিতপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যান চলাচল করছে

১০ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:০২:০৩

বাজিতপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যান চলাচল করছে

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের উলুকান্দি নামক স্থানে জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজের দুইপাশে নেই রেলিং, একপাশ প্রায় ভেঙে রড বের হয়ে গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই যান চলাচল করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটি ভাঙা অবস্থায় থাকলেও সংস্কার করা হচ্ছে না। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্থানীয়দের ভয়ে ভয়ে চলাচল করতে হয় এই ব্রিজ দিয়ে।

কটিয়াদী উপজেলার মানিকখালী রেল স্টেশন ও বাজার থেকে মাগুরা বাজার ও বগুর বাজার হয়ে বাজিতপুরের উলুকান্দি ব্রিজ দিয়ে বাংলা বাজার, সরারচর বাজারসহ দূরদুরান্তে যাতায়াতের একমাত্র পথ এটি।

প্রতিদিন হাজার হাজার পথচারী, সিএনজি, অটোরিক্সা, এমনকি ইট, বালু, সিমেন্ট ও মাটি পরিবহনের ট্রাক অত্যন্ত ঝুঁকি নিয়েই চলাচল করে এ ব্রিজ দিয়ে।

স্থানীয় মানুষজনসহ এ রোডে চলাচলকারী চালক ও পথচারীদের দাবি, দ্রুত এ ব্রিজটি সংস্কার করে এখানকার হাজার হাজার মানুষজনের চলাচলের পথকে ঝুঁকিমুক্ত করা হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩