• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৮:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৮:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

সরকারি টাকায় ফ্রি হজ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে : ধর্ম উপদেষ্টা

৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫৫:৩১

সরকারি টাকায় ফ্রি হজ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে : ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সাভার: সরকারি টাকায় ফ্রি হজ যাত্রা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

৩ নভেম্বর রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২ দিনব্যাপী সুন্নাহ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, অনেক কর্মকর্তারা বিগত সময়ে সরকারি টাকায় বিনামূল্যে হজযাত্রা করেছেন। এবার থেকে তা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের সকল নাগরিকদের যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান-সম্প্রীতির আবহ তৈরির মাধ্যমে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের অন্যান্য ধর্মালম্বীদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশের অন্যান্য ধর্মের অনুসারীরা নিরাপদে আছেন। তাদের রাজনৈতিক-সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে কুরআন ও হাদিসের পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রামানিকতার বিভিন্ন দিক, কুরআন হতে সুন্নাহর প্রামানিকতা, শরিয়তের উৎস হিসেবে সুন্নাহ বিশ্লেষণ পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিলিস্তিনের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার।

সম্মেলনে সারাদেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী বিভিন্ন সেশনে অংশ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩