• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে নলকূপের কথা বলে লক্ষ টাকা আত্মসাত

২২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৫২:৩৯

বরিশালে নলকূপের কথা বলে লক্ষ টাকা আত্মসাত

কামরুজ্জামান ডলার, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামের তুলাতলী বাজারের ঔষধ ব্যবসায়ী আলতাফ হোসেনের বিরুদ্ধে নলকূপ দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আলতাফ হোসেন সারডো সেন্টার নামের একটি এনজিওর নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে ।

একই গ্রামের ভুক্তভোগী আ. আবদুল রহিম মৃধা অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে, আর আমার মামাতো ভাইয়ের কাছ থেকেও একই পরিমাণ টাকা নিছে। নলকূপ দেওয়ার নাম করে আমাদের গ্রামের আরও ২০ থেকে ২৫ জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আলতাফ হোসেন । প্রায় ২ বছর অতিক্রম হয়ে গেলেও নলকূপ বা সেই টাকা এখন পর্যন্ত আমারা ফিরে পাইনি । আমরা টাকা বা নলকূপ তার কাছে চাইতে গেলে আমাদের হামলা-মামলার ভয় দেখিয়ে হুমকি দেয়।

তিনি আরও বলেন, সে যে এনজিওর নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাত করেছে, সেই সারডো সেন্টারে গেল তারা জানায়, ‘আমরা আলতাফ হোসেন নামে কাউকে চিনি না। তিনি আমাদের অফিসের কোনো কর্মকর্তা না । সারডোর নামে যদি কেউ পরিচয় দিয়ে টাকা নিয়ে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নিব ।’

এ বিষয়ে সারডো সেন্টারের পরিচালক পলাশের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আলতাফ হোসেন নামে আমাদের অফিসে কোনো কর্মকর্তা নেই। আমরা তাকে চিনি না। আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে কেউ টাকা আত্মসাত করলে আমরাও তার বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো । 

তবে অভিযুক্ত আলতাফ হোসেন টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি সাত বা আটজনার  কাছ থেকে টাকা নিয়েছি এবং ওনাদের নলকূপ পাবে। সারডো সেন্টারের সুধন্য নামক এক কর্মকর্তাকে আমি টাকা দিয়েছি।

তবে সারডো সেন্টারের পরিচালক পলাশ বলেন, ‘আমাদের অফিসে সুধন্য নামক কোনো কর্মকর্তা নেই।’

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। যদি কেউ অভিযোগ দেয়, তাহলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩