• ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৫০:২০ (18-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৫০:২০ (18-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশনের টাকা হরিলুটের অভিযোগ

১৭ জানুয়ারী ২০২৫ রাত ১০:০৪:৫৪

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশনের টাকা হরিলুটের অভিযোগ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সুবর্ণ জয়ন্তী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর বর্ষপূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আয়োজক কমিটির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ৫০ বছর এই বর্ষপূর্তি অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশাল অঙ্কের টাকা কালেকশন করেও, কমিটির আয়োজন ছিলো একেবারে দায়সারা। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সময় যেসব উপহার সামগ্রী দেওয়ার কথা ছিল তার মধ্যে শুধুমাত্র নিম্নমানের টি-শার্ট, ক্যাপ ও দুপুরের খাবার দেওয়া হয়েছে, কিন্তু স্কুল ব্যাগ ও সকালের নাস্তা দেওয়া হয়নি।

অত্র প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী ৩০০ টাকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিকট ৫০০ টাকা করে রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও টাকা অনুযায়ী মানসম্পন্ন উপহার সামগ্রী পাননি এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ টি-শার্ট, ক্যাপ ও দুপুরের খাবার স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে দেওয়া হয়। তারপরও অনুষ্ঠান দায়সারা করা হয়েছে। এজন্য আয়োজক কমিটির সভাপতি আবুল হোসেন আবুকে দায়ী করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন রেজিস্ট্রেশনের এতো বিশাল অঙ্কের টাকা তাহলে গেলো কোথায়?

নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. হযরত আলী বলেন, আয়োজক কমিটি সুবর্ণ জয়ন্তীর নামে ব্যবসা করেছে, কারণ আমাদের কাছে রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নিয়েছে। টি-শার্ট, ক্যাপ, উন্নতমানের ব্যাগ দেয়ার প্রতিশ্রুতি দিলেও দিয়েছে নিম্নমানের টি-শার্ট, ক্যাপ আর দোকানের টিশু ব্যাগ যা আমাদের জন্য সত্যি লজ্জাজনক বিষয়।

অপর এক প্রাক্তন শিক্ষার্থী সিয়ামুল জানান, কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা কয়েকজন বন্ধু রাগে, ক্ষোভে টি-শার্ট, ক্যাপ ছিঁড়ে ফেলে দিয়েছি নর্দমায়। এমন আয়োজক কমিটিকে ধিক্কার জানাই। শুনেছি খাবার ও প্যান্ডেল খরচ দিয়েছে এরফান গ্রুপ, টি-শার্ট ও ক্যাপ দিয়েছে অন্য একটি প্রতিষ্ঠান। তাহলে রেজিস্ট্রেশনের এত টাকা গেলো কোথায়?

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বর্তমান শিশু শিক্ষার্থী বলেন, আমাদের কাছে ৩০০ টাকা নেয়ার সময় বলেছে দামি টি-শার্ট, ক্যাপ, সুন্দর স্কুল ব্যাগ দিবে, সকালে নাস্তা ও দুপুরে মাংস, পোলাওসহ হরেকরকম খাবার দিবে, কিন্তু দিলো কচু কলা। শুধু তাই না বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হয়নি। স্যারেরা আমাদের টাকা মেরে খেয়েছে এর উপযুক্ত বিচার চাই।

বিকালে সাইফ আলীসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কয়েকজন মূল মঞ্চে উঠে মাইকে আয়োজক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কমিটির বিরুদ্ধে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পণ্ড করে দেন।

এবিষয়ে আয়োজক কমিটির সভাপতি মো. আবুল হাসান আবু অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, মোট ৯৩৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলো, তার পুরো টাকায় সঠিকভাবে ব্যয় করেছি। এক সপ্তাহের মধ্যে স্কুলের মূল কমিটিকে হালনাগাদ হিসাব দিবো। তখন হিসাবের ফর্দি নিয়ে যেভাবে খুশি নিউজ করিয়েন বলে দম্ভের সাথে কোনো সদুত্তর না দিয়ে ফোন কেটে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩৩:৪৫

রাঙ্গুনিয়ায় বিশ্ব ওলিদের ওরশ অনুষ্ঠিত
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৯:০৮