• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০৯:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০৯:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মঙ্গলবার মধুপুরে আধুনিক রাইস সাইলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩০:০৯

মঙ্গলবার মধুপুরে আধুনিক রাইস সাইলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ৪৮ হাজার ৩২০ মেট্রিকটনের আধুনিক রাইস সাইলোর উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মধুপুর স্টিল রাইস সাইলোর উদ্বোধন করবেন। পরে সকাল ১০ টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

জানা যায় বন্যা, সাইক্লোন, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি কৌশলগত মজুদের উদ্দেশ্যে সরকারের খাদ্য মন্ত্রনালয় টাঙ্গাইলের মধুপুরে রাইস সাইলো নির্মাণ করছে। এটির সংরক্ষণের ধারণ ক্ষমতা হবে ৪৮ হাজার ৩শ ২০ মেট্রিক টন। সাইলোর নির্মাণ কাজের ৯৭ ভাগ শেষ হয়েছে। বাকি ফিনিশিং কাজ দ্রুত এগিয়ে চলছে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাকরাইদ এলাকার সাইলোটি নির্মিত হচ্ছে।

সাইলোটি পুরোপুরি শুরু হলে আধুনিকভাবে চাল সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। চাল সহজে নষ্ট হবে না, দুর্গন্ধময় হবে না। দীর্ঘ মেয়াদি চাল সংরক্ষণ করা যাবে। প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়ক হবে।

কিছু দিন আগে মধুপুরের এ সাইলোর নির্মান কাজ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন, প্রজেক্ট ইনচার্জ শাকিল আহমেদ, কনসালটেন্ট আরইএমএ হামিদ, টেকনিক্যাল সাইট স্পেশালিষ্ট এমএফএসপি মো. হাসিবুজ্জামানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য মন্ত্রনালয়ের সাইলো নির্মাণ প্যাকেজের আওতায় মধুপুরে রাইস সাইলো নির্মানে খরাচ হবে ২১১৮.৩৬ মিলিয়ন টাকা।  এ সাইলোতে মেইন গেট ও সাব-গেট, গার্ড হাউস, ট্রাক স্কেল, স্যামপ্লিং হাউস ও যন্ত্রপাতি স্থাপন, ল্যাবরেটরি বিল্ডিং ও টেস্টিং যন্ত্রপাতি, ওজন নিয়ন্ত্রণ ভবন। এছাড়াও থাকছে ১৬টি ট্রাক পার্কিং, ৪১৬ বর্গমিটার বাল্ক ট্রাক রিসিভিং, ১১২ বর্গমিটারের কন্ট্রোল রুম, ৫০ বর্গমিটার বাকেট এলিভেটর টাওয়ার, প্রতিটি ৩,০০০ মেট্রিকটন ধারণ ক্ষমতার ১৬টি স্টিল সাইলো বিন।

তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ইনচার্জ মো. শাকিল আহমেদ জানান, ৪৮ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার মধুপুর রাইস সাইলো ১৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে আমরা প্রকল্পের প্রায় ৯৭ ভাগ কাজ সম্পন্ন করেছি । বাকি কাজ উদ্বোধন পরবর্তী সময় অতি দ্রুত সম্পন্ন করা হবে। এ প্রকল্প চালু হওয়ার পর এ অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন আসবে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী এ সাইলো উদ্বোধন করবেন। মধুপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সংযুক্ত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয়সহ মধুপুরের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩